প্রতিবেদন : এবার ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে মহিলারাও যোগ দিতে পারবেন। বুধবার সুপ্রিম কোর্টকে এই কথা জানাল কেন্দ্র। সেনাবাহিনীর তিন বিভাগের প্রধানের সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে কেন্দ্র। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি বা এনডিএ-র মাধ্যমে ভারতীয় সেনার তিন বাহিনীতে অফিসার নিয়োগ করা হয়। তবে এতদিন মহিলারা এনডিএতে যোগ দিতে পারতেন না। মহিলারা যাতে এনডিএতে যোগ দিতে পারেন সে ব্যাপারে সরকারকে পরামর্শ দিয়েছিল শীর্ষ আদালত।
আরও পড়ুন : দুর্গাপুজোর অনুদান ঘোষণায় নির্বাচনী বিধিভঙ্গ হয়নি : কমিশনকে স্বরাষ্ট্রসচিব
এদিনের শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, সেনাবাহিনী দেশের এক সম্মানজনক বাহিনী। তাই সেনাবাহিনীতে লিঙ্গ সমতা নিশ্চিত করার জন্য সরকারকে আরও বেশি করে এগিয়ে আসতে হবে। এনডিএতে মহিলারা যোগ দিতে পারবেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত আমরা আনন্দিত। এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। এই সংস্কার যে একদিন হবেই, সেটা আমরা জানতাম।এনডিএতে মহিলাদের ভর্তি প্রক্রিয়া নিয়ে কেন্দ্রের কাছে বিস্তারিত জানতে চেয়েছে সর্বোচ্চ আদালত। এই বিষয়ে কেন্দ্রকে দু’সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি হবে ২২ সেপ্টেম্বর।