অনুপম সাহা, কোচবিহার: ঢাকের তালে দর্শকদের মন ভরিয়ে তোলেন তাঁরা। বাজনা বাজিয়ে যা উপার্জন হয় তা দিয়েই তাঁদের রুজিরুটি চলে। রুজি-রুটির টানে জেলা ও বাইরে পাশাপাশি অসম রাজ্য সহ ভিন রাজ্যে পাড়ি দেন তাঁরা। করোনার কারণে গত ২ বছর তেমনভাবে হয়নি দুর্গাপুজো। এবছর পরিস্থিতি স্বাভাবিক হতেই এসেছে পুজোর বায়না।
আরও পড়ুন-পুরসভাগুলিকে দেওয়া হল একাধিক নির্দেশ, ডেঙ্গি রুখতে তৎপর স্বাস্থ্য দফতর
তাই ঢাকের মহড়ায় মেতে উঠেছেন তুফানগঞ্জের লাঙল গ্রামের ঢাকিরা। প্রায় ২৫টি ঢাকি পরিবারের বাস এখানে। বংশপরম্পরায় তাঁদের কাজ ঢাক তৈরি এবং বাজানো। এ বিষয়ে সন্তোষ মনিদাস, প্রভাষ মণিদাস, রঞ্জন মণিদাস, বিভাস মণিদাস, অমর মণিদাসের মতো ঢাকি ও বাঁশি শিল্পীরা বলেন, বংশ পরম্পরায় আমরা ঢাক ও বাঁশি বাজিয়ে আসছি। করোনা আবহের আগে দুর্গাপুজোর সময় আমরা ঢাক বাজিয়ে সেই উপার্জন দিয়ে সারা বছরের রুজি রুটি চলত। কিন্তু গত দু’বছরে করোনা আবহের কারণে সেভাবে উপার্জন হয়নি। এবার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। মা দুর্গার আশীর্বাদে আবার আসছে বায়না।