রাষ্ট্রসংঘের সাধারণ সভার মঞ্চ থেকেই রুশ প্রেসিডেন্ট পুতিনকে কড়া হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চাঁচাছোলা ভাষায় বাইডেন জানিয়েছেন, রাশিয়া পরমাণু হামলা চালালে তার পরিণতি হবে ভয়ঙ্কর। জবাবি হামলার জন্য মস্কোকে প্রস্তুত থাকার পরামর্শও দিয়েছেন। পুতিনকে উদ্দেশ্য করে বাইডেন বলেন, তৈরি থাকুন। আপনার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বইবে। তবে আমেরিকা যুদ্ধ চায় না। চায় শান্তি।
আরও পড়ুন-পুতিন হঠাও ডাক
ওয়াশিংটন চায়, অবিলম্বে কোনওরকম শর্ত ছাড়াই রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হোক। একটি স্বাধীন দেশ দখল করার কোনও অধিকার রাশিয়ার নেই। রাশিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে পুতিনের পরমাণু হামলার হুমকি দেন। তার জবাব বাইডেন বলেছেন, মস্কো পরমাণু অস্ত্র প্রয়োগ করলে আমেরিকা হাত গুটিয়ে বসে থাকবে না। বাইডেনের এই মন্তব্য। তাঁর এই হুমকির ফলে পরিস্থিতি যে আরও জটিল হল তা বলাই বাহুল্য।