কারখানার ভেতর চলল গুলি। মৃত্যু হয়েছে এক নিরাপত্তারক্ষীর। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলের (Shootout at Asansol) সালানপুরের লোহা কারখানায়। ঘটনার জেরে ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনার পর থেকেই পলাতক আর এক নিরাপত্তারক্ষী। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে শুক্রবার আসানসোলের (Shootout at Asansol) একটি লোহা কারখানার ভিতর হঠাৎ বন্দুকের আওয়াজ শোনা যায়। এ পরই স্থানীয় লোকজন কারখানার ভেতর ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন আনন্দ অরবিন্দ নামে এক নিরাপত্তারক্ষী। তাঁরই সহকর্মী, আরেক নিরাপত্তারক্ষী আরেক সহকর্মী তথা ‘গানম্যান’ আশিস দাসের রাইফেলের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান। ঘটনার পর থেকেই পদার্থক আশিস।
আরও পড়ুন: পুজোয় ২৪ ঘণ্টা কন্ট্রোল রুম খুলল বিদ্যুৎ দফতর, ছুটি বাতিল কর্মীদের
এক শ্রমিকের মতে, ‘গানম্যান’ আশিস দাস নাকি নিরাপত্তারক্ষী অরবিন্দকে রাইফেলটি দিয়ে বাইরে খাবার খেতে গিয়েছিলেন। তখনই এই ঘটনা ঘটে।
এখন প্রশ্ন উঠছে, ওই রাইফেল নিয়ে আত্মহত্যা করেছেন আনন্দ নাকি রাইফেলটি নাড়াচাড়া করতে গিয়ে অসাবধানবশত গুলি লেগে গিয়েছে? নাকি তাঁকে খুন করা হয়েছে? ঘটনার তদন্ত শুরু করেছে সালানপুর (Salanpur) থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর নিরাপত্তারক্ষী আনন্দ অরবিন্দকে জেলা হাসপাতালে পাঠানো হলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।