প্রতিবেদন : বাগুইআটি জোড়া (Baguiati Murder Case) কিশোর খুনে তথ্য প্রমাণ সংগ্রহের আরও একধাপ এগিয়ে গেল সিআইডি। এই খুনের (Baguiati Murder Case) মূল অভিযুক্ত সুপারি কিলার কানাইয়া কুমার যে স্বীকারোক্তি দিয়েছে তা নৃশংস। সূত্রের খবর, দুই কিশোরকে গাড়ির পিছনের সিটে বসিয়ে গলায় ফাঁস লাগিয়ে টেনে হত্যা করা হয়েছিল। দম বন্ধ হয়ে ওই গাড়িতেই তাদের মৃত্যু ঘটে। খুনের মাস্টারমাইন্ড সত্যেন্দ্র চৌধুরি ওই সময় গাড়ির সামনে বসেছিল। কানাইয়া আরও বলেছে, তাকে খুন করার জন্য পাঁচ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়। এ-ছাড়া আরও দু’জনকে ১৫ লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল। কিন্তু কেউই টাকা পায়নি। শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কাজ শেষ হওয়ার পর টাকা দেওয়া হবে। তবে সত্যেন্দ্র তিনজনকে হোটেলে থাকা-খাওয়ার বন্দোবস্ত করে দিয়েছিল।
আরও পড়ুন-সুবিধাবাদী রাজনীতি মিঠুনের