প্রতিবেদন : ক’দিন আগে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে ঝালমুড়ি বিক্রি করেন বিজেপি বিধায়করা। এরপরই শনিবার সকালে তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ একটি ট্যুইটে তাঁদের উদ্দেশ্যে তীব্র কটাক্ষ করেন। ট্যুইটারে কুণাল লেখেন, ‘যাঁরা নেতিবাচক মন নিয়ে ঝালমুড়ি বিক্রি করলেন, তাঁরা পকোড়া, চা-ও বিক্রি করুন। মোদিজির কথা ভেবে। আর বুদ্ধবাবু স্বনির্ভতার জন্য যেহেতু ছাগল, কোয়েল পালনে জোর দিয়েছিলেন, তাই আপনাদের সঙ্গে দুটো করে ছাগলও রাখুন। ব্যবসা জমবে। ছবির ফ্রেমও জমজমাট হবে।’
আরও পড়ুন-প্রবাসে মা দুর্গা আসেন আপনজন হয়েই
এই নিয়ে পরে তাঁকে আক্রমণ করেন সুকান্ত মজুমদার। যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল বলেন, যখন দেখবেন নির্দিষ্ট কোনও উত্তর নেই, তখনই কটু মন্তব্য করা হয়। উনি বিজেপির রাজ্য সভাপতি, উনি যখন এসব বলছেন, বুঝতে হবে, আমার উপস্থিতি বা কথা কোথাও গিয়ে বিজেপির একটা বিড়ম্বনার কারণ হচ্ছে। তাই বিজেপির ট্রেনি সভাপতি একথা বলতেই পারেন।