লর্ডস, ২৪ সেপ্টেম্বর : শেষ ম্যাচটা জিতেই ২২ গজকে বিদায় জানালেন ঝুলন গোস্বামী। ক্রিকেটের মক্কা লর্ডসে ২০ বছরের বর্ণময় যাত্রা শেষ করল চাকদহ এক্সপ্রেস।
শনিবার মাঠে নামার আগে ঝুলন বলছিলেন, ‘‘ক্রিকেট মাঠে আবেগের কোনও জায়গা নেই। মাঠে নামার পর আবেগ সামলে রাখতেই হবে। আমি এমনই নির্মম।’’ কিন্তু তাঁকে নিয়ে গোটা লর্ডস যেভাবে আবেগের জোয়ারে ভেসে গেল তাতে ঝুলনের চোখের কোণও ভিজে যেতে বাধ্য। এদিন লর্ডসে ঝুলন যখন ব্যাট করতে নামছেন তখন তাঁকে গার্ড অফ অনার দিলেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। আবার যখন ফিল্ডিং করতে নামছেন, তখন গার্ড অফ অনার দিলেন সতীর্থরা।
আরও পড়ুন-ধানের সহায়ক মূল্য বাড়ল
সতীর্থরা শপথ নিয়েছিলেন ঝুলনের বিদায়ী সিরিজকে স্মরণীয় করে রাখার। কথা রেখেছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানরা। বিলেতের মাঠে ইংল্যান্ডকে ৩-০তে হারিয়ে একদিনের সিরিজ জয়! ভারতীয় মহিলা ক্রিকেটে এই প্রথমবার। এদিন প্রথমে ব্যাট করে ৪৫.৪ ওভারে মাত্র ১৬৯ রান তুলেছিল ভারত। রান তাড়া করতে নেমে ৪৩.৩ ওভারে ১৫৩ রানেই শেষ ইংল্যান্ড। ঝুলন নিলেন ৩০ রানে ২ উইকেট। ২০৪টি একদিনের ম্যাচে ঝুলনের ঝুলিতে ২৫৫টি উইকেট। একদিনের ক্রিকেটে উইকেট শিকারের নিরিখে তিনি টপকে গেলেন কপিল দেবকে (২২৫ ম্যাচে ২৫৩ উইকেট)। শেষবেলায় এর থেকে বড় প্রাপ্তি আর কি হতে পারত ঝুলনের জন্য!