প্রতিবেদন : নিহত বিজেপি নেত্রী সোনালি ফোগতকে (Sonali Phogat) খুন করেছেন হরিয়ানারই এক বিজেপি নেতা। চাঞ্চল্যকর এই অভিযোগ করল সোনালির ভাই রিঙ্কু ঢাকা। রিঙ্কু জানিয়েছেন, হরিয়ানার ওই বিজেপি নেতার নাম কুলদীপ বিষ্ণোই। তিনি হরিয়ানার আদমপুর বিধানসভা কেন্দ্রের চার বারের জয়ী বিধায়ক। কুলদীপ সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।
আরও পড়ুন-শুরু রেল ও যানবাহন চলাচল, অবশেষে ফিরল স্বস্তি
সোনালির (Sonali Phogat) ভাই রিঙ্কু আরও জানিয়েছেন, বিজেপিতে যোগ দেওয়ার কয়েক দিন পর সোনালির খামারবাড়িতে গিয়েছিলেন কুলদীপ। তার কিছু দিন পরেই গোয়ায় তাঁর দিদির মৃত্যু হয়। রিঙ্কুর দাবি, সোনালির মৃত্যুর খবর পেয়ে তিনি গোয়ার হাসপাতালে তাঁর এক পরিচিতকে পাঠিয়েছিলেন। কিন্তু সেখানে তাঁকে ঢুকতে বাধা দেন সোনালির আপ্ত সহায়ক সুধীর সাঙ্গোয়ান। তাঁদের পাঠানো ওই ব্যক্তিকে সুধীর জিজ্ঞাসা করেন, তাঁকে কি কুলদীপ পাঠিয়েছেন? ওই ঘটনার কথা উল্লেখ করে, হিসারে একটি খাপ পঞ্চায়েত বিচারসভায় সোনালির ভাই রিঙ্কু দাবি করেন, এই খুনের পিছনে নিশ্চিতভাবেই কুলদীপের কোনও যোগ রয়েছে। তা না হলে হঠাৎ করে কেন কুলদীপের নাম বললেন সুধীর। সোনালি খুনের ঘটনায় ইতিমধ্যেই এই সুধীরকে গ্রেফতার করেছে পুলিশ। খাপ পঞ্চায়েতের বিচারসভার কর্তারা রিঙ্কুর দাবির সঙ্গে সহমত পোষণ করেন। তাঁরা জানিয়েছেন, কুলদীপকে খাপ পঞ্চায়েতের কাছে নিজের বক্তব্য স্পষ্ট করে জানাতে হবে।