সংবাদদাতা, বসিরহাট : বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মিথ্যাচারের প্রতিবাদে সুন্দরবনে রাস্তায় নামলেন কয়েক হাজার আদিবাসী মানুষ। পাশাপাশি সুকান্তর বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে হাইকোর্টে, জানালেন তৃণমূল নেতা শেখ শাহজাহান।
সম্প্রতি কলকাতা বন্দরে প্রায় ২০০ কোটি টাকার হেরোইন ধরা পড়ে। তাতে সন্দেশখালির শরিফুল মোল্লা নামে একজনের নাম উঠে আসে। এ নিয়ে সুকান্ত কলকাতায় বিজেপির রাজ্য সদর দফতরে সাংবাদিক সম্মেলনে বলেন, অভিযুক্ত শরিফুলের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সন্দেশখালি বিধানসভার আহ্বায়ক শেখ শাহজাহান ও সন্দেশখালি ২ নম্বর ব্লকের সভাপতি শিবপ্রসাদ হাজরার যোগ আছে।
আরও পড়ুন-বর্ষার বিদায়কালে স্বস্তি রাজ্যের ধানের গোলায়
এই বক্তব্যের প্রতিবাদে সরবেড়িয়া বাজার থেকে শুরু করে বাসন্তী হাইওয়ে হয়ে পাঁচ কিলোমিটার রাস্তা ধরে বিশাল মিছিল পৌঁছয় জেলার সীমানা অবধি। নেতৃত্ব দেন সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো, বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সদস্য আলমগির শেখ ও সন্দেশখালি এক নম্বর ব্লকের মাইনরিটি সেলের সভাপতি জিয়াউদ্দিন মোল্লা। মিছিলে দাবি উঠে, সুকান্ত তাঁদের নেতাদের বিরুদ্ধে যে অপপ্রচারমূলক মন্তব্য করেছেন তার জন্য তাঁকে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। না চাইলে বৃহত্তর আন্দোলন হবে। শাহজাহান বলেন, বিজেপি হালে পানি না পেয়ে এইসব অপপ্রচার চালাচ্ছে। আমি এবং শিবপ্রসাদ বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে কলকাতা হাইকোর্ট মামলা করেছি।