বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: ছোট্ট দু’ হাত মেখেছে রং। চারপাশে ছড়িয়ে তুলি, পেন্সিল, আর শেষ হওয়া রঙের কৌটো। কচি আঙুলের ফাঁকে সরু তুলি। বিছানার এক কোণেই হল মা দুর্গার চক্ষুদান। এভাবেই আপন মনে নিজের দুর্গা তৈরি করছে ডিক দত্ত। পঞ্চম শ্রেণির ছাত্র। ছোট থেকেই তার ছবি আঁকার প্রতি প্রচণ্ড আগ্রহ দেখে তাকে ছবি আঁকার শিক্ষকের কাছে দেওয়া হয়।
আরও পড়ুন-পর্যটনের খুঁটিনাটি মিলবে ওয়েবসাইটে
কয়েক বছরের তালিম নিয়ে সে হয়ে ওঠে এক খুদে শিল্পী। দু’বছর কোভিডের কারণে গৃহবন্দি থেকে এবার তার মনে ইচ্ছে জাগে নিজে হাতে দুর্গা প্রতিমা গড়ার। তার মনের ইচ্ছে ছবি আঁকার শিক্ষকের কাছে জানতে উৎসাহ দেন তিনি। এবং সাহায্যের আশ্বাসও দেন। তারপরেই শুরু তার প্রতিমা তৈরির কাজ। মায়ের সঙ্গে বাজারে গিয়ে প্রয়োজনীয় জিনিস কিনে এনে, বাকি জিনিস বাড়িতেই বানিয়ে চিন্ময়ীকে মৃন্ময়ী রূপ দেওয়া শুরু হয় তার। পুজো শুরু হবার মুখে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। চলছে রঙের কাজ। তবে প্রতিমা তৈরি করলেও কোনও পুজো প্যান্ডেলে তা দিতে ততটা মন সায় দিচ্ছে না ডিকের। কারণ পুজো শেষে মায়ের বিসর্জনের কথা তার মনে আসতেই, নিজের হাতে সৃষ্টি করা মায়ের ওই অবস্থা সে সইতে পারবে না। তাই তার এই সৃষ্টিকে নিজের ঘরেই রেখে শারদ উৎসবে মেতে উঠতে চায় এই শিশুশিল্পী।