প্রতিবেদন : মাদ্রাসা শিক্ষকদের নিয়োগ জট খুলতে আগামী ১৩ অক্টোবর বৈঠকে বসছেন সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গোলাম রব্বানি। মঙ্গলবার তিনি বলেন, আমার সঙ্গে চাকরিপ্রার্থীদের কথা হয়েছে। ওঁদের আশ্বস্ত করেছি। আইন মোতাবেক নিয়োগ হবে। এজন্য বৈঠকে ডেকেছি। ওই বৈঠকে বিভাগীয় সচিবরা ছাড়াও মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, অধিকর্তা থাকবেন।
আরও পড়ুন-পুজোয় খান বুঝে
মন্ত্রী বলেছেন, ২০১৩-১৪ সালে লিখিত পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ তাঁদের নিয়োগ নিয়েই সমস্যা হয়েছে। ইতিমধ্যেই আমি বিভাগীয় সচিব, যুগ্মসচিব ও বোর্ডের অধিকর্তাকে সমস্যা কোথায় হয়েছে জানতে চেয়েছি। রাজ্য সরকারের মূল লক্ষ্য হল, যোগ্য প্রার্থীরা চাকরি পান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশও তাই। তবে মনে রাখতে হবে সরকারি নিয়োগ আইন মেনে করা হয়ে থাকে। এক্ষেত্রে কী সমস্যা রয়েছে তা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরেই হবে নিয়োগ।