সংবাদদাতা, পুরুলিয়া : ১৯৯৫ সালের ১৬ ডিসেম্বর রাতে বিদেশি বিমান থেকে অস্ত্রপতন হয়েছিল পাহাড়-জঙ্গলময় এলাকায়। বিশ্ব তোলপাড় হয় তা নিয়ে। পুরুলিয়ার (Purulia Durga Puja- Mamata Banerjee) ঝাড়খণ্ড সীমানা ঘেঁষা এলাকায় নিত্য হাতির আনাগোনা লেগেই আছে। আগে ভাল রাস্তাঘাট ছিল না। তৃণমূল জমানায় পিচ রাস্তা হয়েছে। তবু মানুষ ভাবতে পারেননি আদিবাসী এলাকার পুজো উদ্বোধন করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। তাই বুধবার কলকাতা থেকে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Purulia Durga Puja- Mamata Banerjee) যখন কোটশিলা থানার খটঙ্গা সর্বজনীন পুজোর উদ্বোধন করলেন, দশ-বারোটি গাঁয়ের মানুষ ছুটে আসেন সেই উদ্বোধন দেখতে। মুখ্যমন্ত্রীর জন্যই এবার সবার নজরে পড়েছে গ্রামবাংলার পুজো। খটঙ্গা তার অন্যতম। মহালয়া থেকে তিন দফায় মুখ্যমন্ত্রী পুরুলিয়ার ৪৭টি পুজোর উদ্বোধন করেন। এর মধ্যে যেমন শহরের পুজো রয়েছে, তেমনই রয়েছে গ্রামের পুজোও। গত বছরও মুখ্যমন্ত্রী গাঁয়ের পুজো উদ্বোধন করেন। কিন্তু খটঙ্গার মানুষ ভাবেননি তাঁদের গ্রামের পুজো এবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বুধবার তাই মণ্ডপে লাগানো হয় বিশাল টিভি স্ক্রিন। জায়ান্ট স্ক্রিনে মানুষ দেখলেন নিজেদের মণ্ডপের দুর্গা। পুজো কমিটির সভাপতি রঞ্জিত টুডু বলেন, ‘আমাদের সবার কাছে এটি স্বপ্নপূরণ।’ কোটশিলা ব্লক তৃণমূল সভাপতি দীপক সিং বলেন, ‘একে তো রাজ্য সরকার ৬০ হাজার টাকা দিয়ে পুজো জমিয়ে দিয়েছেন, তার উপর এবার দিদির হাতে হল উদ্বোধন। ঝাড়খণ্ড ও বাংলার দু’পারের গ্রামগুলিতে তাই খটঙ্গার পুজো ঘিরে উৎসাহ ফেটে পড়ছে।