সংবাদদাতা, বাঁকুড়া : কাঠের আসবাবপত্র তৈরির সময় কাঠ মসৃণ করতে গিয়ে কাঠের যেসব ছিলকা বেরিয়ে আসে তা দিয়ে একচালার দুর্গাপ্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন কেন্দুয়াডিহির গৃহবধূ অর্পিতা সরকার। দুই সন্তান-সহ শ্বশুরবাড়ির সংসার সামলানোর ফাঁকেই তিন মাসের শ্রমে বানিয়ে ফেলেছেন অভিনব এই দুর্গা।
আরও পড়ুন-তিন বছরে ২৪ বিয়ে! অবশেষে ধৃত কীর্তিমান
প্রতি বছর দুর্গাপুজোয় অর্পিতা দেবী বিভিন্ন ধরনের ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্গাপ্রতিমা বানান নিজের শখে। গত বছর বানিয়েছিলেন খবর কাগজের মণ্ড দিয়ে দুর্গা। কখনও ভুট্টার খোসা, রসুনের খোসা দিয়েও বানিয়েছেন। জেলা ক্ষুদ্র ও কুটিরশিল্প দফতরের প্রতিযোগিতায় অংশ নিয়ে তাঁর গড়া দুর্গা প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে। অর্পিতার কথায়, শরৎ এলেই মন ছটফট করে দুর্গাপ্রতিমা বানানোর জন্য। তবে অবশ্যই তা ফেলে দেওয়া বা অপ্রয়োজনীয় জিনিসপত্র কাজে লাগিয়ে। এজন্য বহু মানুষের প্রশংসা পেলেও তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হল শ্বশুরবাড়ি ও বাপের বাড়ির মানুষদের এই কাজে উৎসাহদান।