প্রতিবেদন: চলে গেলেন ভারতের অন্যতম সেরা ফিফা রেফারি সুমন্ত ঘোষ (Former FIFA referee Sumanta Ghosh)। বৃহস্পতিবার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭১ বছর। প্রাক্তন ফিফা রেফারির প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। ৯০-এর দশকের রেফারিদের মধ্যে সুমন্ত ঘোষ (Former FIFA referee Sumanta Ghosh) ছিলেন উল্লেখযোগ্য নাম। বাঁশি মুখে বহু বড় ম্যাচ দক্ষতার সঙ্গে পরিচালনা করেছেন তিনি। ম্যাচের মধ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। বেশ কিছু কঠিন সিদ্ধান্তের জন্য যেমন তিনি প্রশংসা কুড়িয়েছেন, তেমনই তাঁর কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্কও হয়েছে। এখন অনেকেই তাঁকে রেফারি হিসেবে আদর্শ মানেন। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব, প্রি-অলিম্পিক, এএফসি কাপ, নেহেরু কাপ, সাফ কাপের মতো বহু বড় প্রতিযোগিতায় ম্যাচ পরিচালনা করেছেন সুমন্ত। ১৯৯৭ সালে অবসর নেওয়ার পর তিনি রেফারিদের প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন। এছাড়াও আইএফএ-র ম্যাচ কমিশনার হিসেবেও কাজ করেছেন।
আরও পড়ুন-চোটে বিশ্বকাপে অনিশ্চিত বুমরা