সংবাদদাতা, কোচবিহার : উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার (North Bengal State Transport Corporation) কোচবিহার ডিভিশনের রিক্রিয়েশন হল নবরূপে। উদ্বোধন করা হল বৃহস্পতিবার চতুর্থীর দিন। এ-ছাড়াও দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ থাকা কোচবিহার থেকে ভুটান সীমান্তর জয়গাঁ রুটে বাস পরিষেবা এবং পর্যটকদের জন্য সবুজের পথে হাতছানি আনুষ্ঠানিক সূচনা করা হল। সবুজ পতাকা উড়িয়ে উদ্বোধন করলেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। ছিলেন, সংস্থার এমডি দীপঙ্কর পিপলাই। সংস্থার চেয়ারম্যানের দায়িত্ব নেবার পরে রিক্রিয়েশন হল নতুন রূপে সাজিয়ে (North Bengal State Transport Corporation) পুনরায় সাধারণ মানুষের জন্য চালু করার কথা ঘোষণা করেছিলেন চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। বলেন, শুক্রবার সকাল থেকে এই পরিষেবা চালু হয়ে যাবে।
আরও পড়ুন-টালা ব্রিজে শুরু হল বাস চলাচল