করাচি, ২৯ সেপ্টেম্বর : টি-২০ বিশ্বকাপে ২৩ অক্টোবর মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। কিন্তু ২২ গজে বল গড়ানোর আগেই ভারতীয় ব্যাটারদের আগাম হুমকি দিয়ে রাখলেন পাক পেসার হ্যারিস রউফ (Haris Rauf)। তাঁর হুঁশিয়ারি, ‘‘মেলবোর্ন আমার ঘরের মাঠ। ভারতের বিরুদ্ধে ম্যাচটা ওখানে হচ্ছে বলে আমি খুশি। আমি যদি নিজের সেরাটা দিই, তাহলে ওরা খেলতেই পারবে না।’’
প্রসঙ্গত, বিগব্যাশে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলেন রউফ (Haris Rauf)। সেই অর্থে মেলবোর্নের পিচ এবং পরিবেশ সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে তাঁর। পাক পেসার তাই বলছেন, ‘‘ওখানকার উইকেট ও পরিবেশ কেমন তা আমি জানি। ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে কীভাবে বল করব, তার পরিকল্পনা এখন থেকেই শুরু করে দিয়েছি।’’
আরও পড়ুন-চোটে বিশ্বকাপে অনিশ্চিত বুমরা
২৮ বছর বয়সী রউফ ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে বল হাতে দারুণ ফর্মে। পাঁচ ম্যাচে আট উইকেট নিয়ে তিনি সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি। সম্প্রতি এশিয়া কাপেও ভারতের বিরুদ্ধে দু’টি ম্যাচে ভাল বোলিং করেছিলেন। রউফের বক্তব্য, ‘‘ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই কঠিন। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে সেই চাপ আরও বেড়ে যায়। তবে এশিয়া কাপে ওদের বিরুদ্ধে খেলার সময় কোনও চাপ অনুভব করিনি।’’ গত বছর সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত টি-২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। এবছর এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে রোহিত শর্মাদের কাছে হেরে গেলেও, সুপার ফোর পর্বে ভারতকে হারিয়ে দিয়েছিলেন রউফরা। এবার বিশ্বকাপে রোহিত-বিরাটদের মুখোমুখি হওয়ার আগেই মনস্তাত্ত্বিক লড়াইটা শুরু করে দিলেন রউফ।