প্রতিবেদন : প্রবীণ নাগরিকদের জন্য কলকাতা ও শহরতলির পুজো দেখার সুযোগ করে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট। তাদের সাঁঝবাতি প্রকল্পের অন্তর্গত প্রবীণ নাগরিক সদস্যদের জন্য এই পুজো পরিক্রমার ব্যবস্থা হয়েছে পুজোর ক’দিন। শুক্রবার মহাপঞ্চমীতে যার সূচনা হল বিধাননগর নগরপালের কার্যালয় থেকে।
আরও পড়ুন-আজ বোধন বাংলা জুড়ে উৎসব
সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের নগরপাল গৌরব শর্মা, ডিসিপি (সদর)-সহ বরিষ্ঠ পুলিশ আধিকারিকরা। ফ্ল্যাগ নাড়িয়ে যাত্রার শুরু করেন নগরপাল গৌরব শর্মা। বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষে জানানো হয়, পুজোর দিনগুলিতে তাঁদের সাঁঝবাতি প্রকল্পের এই বর্ষীয়ান সদস্যদের কোনও সময়ই একাকীত্ব বোধ করতে দিতে চান না তাঁরা। তাই পুজোর সময় তাঁদের পাশে থেকে, সঙ্গে নিয়ে পুজোর আনন্দ ভাগ করে নেওয়া হবে।