চিরাচরিত প্রাচীনরীতি মেনে বিসর্জনপর্ব (Immersion) সম্পন্ন হল রানিগঞ্জ (Ranigunj) বড় কালী (Kali) মায়ের। রানিগঞ্জের প্রায় ২২৯ বছরের পুরনো বড় কালীবাড়ির কালী মা, সারা বছর মন্দিরে পূজিত হলেও মহালয়ার পরের বুধবার রাতে সকলে মিলে দামোদর নদে প্রতিমা বিসর্জন করলেন শ্রদ্ধার সঙ্গে।
আরও পড়ুন-মা দুর্গা পূজিত হচ্ছেন গ্রাম্যবধূর বেশে
এই কালীমন্দির রানিগঞ্জ শহর গড়ার আগেই গড়ে উঠেছিল। রানিগঞ্জের বড়বাজার যা ছিল শ্মশান, তার ধারেই জোড়ের পাশে অণ্ডালের তারাচরণ চট্টোপাধ্যায় কালীর পুজো করতেন। সেখানেই প্রতিষ্ঠা করেন মন্দির। বর্তমানে তারাচরণের বংশধরেরাই দেবীর নিত্যপুজো চালিয়ে আসছেন।