১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর বিশ্ব ধর্ম মহাসভায় বক্তব্য রাখেন স্বামী বিবেকানন্দ। সেই দিনের বর্ষপূর্তি আজ। এই বক্তৃতার মাধ্যমে তিনি গোটা বিশ্বের মন জয় করেছিলেন।
আরও পড়ুন- সরকার গড়লেও অর্থসংকট বন্ধ আন্তর্জাতিক সাহায্য, বেকায়দায় তালিবান
এদিন চিকাগোর সম্মেলনে তার বক্তব্যের মূল ধারণা ছিল সাম্প্রদায়িকতা, গোঁড়ামি ও এগুলির ভয়াবহ ফলস্বরূপ ধর্মোন্মত্ততা সুন্দর পৃথিবীকে অনেকদিন ধরেই অধিকার করে রেখেছে । পৃথিবী হিংসায় পূর্ণ হচ্ছে, সভ্যতা ধ্বংস করেছে এবং সমগ্র জাতিকে হতাশায় মগ্ন করেছে।
আরও পড়ুন- ব্রিকস বৈঠকেও আফগানিস্তান
স্বামী বিবেকানন্দের এদিনের এই মহা সম্মেলনের ঐতিহাসিক দিনের বর্ষপূর্তিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। স্বামীজির প্রতি সম্মান প্রদান করে এদিন তিনি লেখেন তাঁর সৌভাতৃত্ববোধ, সহ্যক্ষমতা আজও বহু মানুষের জীবনে চলার পথের দিশারী।