প্রতিবেদন : কলকাতা শহরে নিষিদ্ধ পল্লি বললে প্রথমেই মাথায় আসবে সোনাগাছির নাম। নিষিদ্ধ? এই শব্দটাতে একটা বিরোধিতা আছে। বিরোধিতা আছে ওঁদেরও! দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলছে এবং এই সমস্ত লড়াই পেরিয়ে ১০ বছরে পা দিল সোনাগাছির দুর্বার (Durbar Mahila Samanya Committee Durga Puja) মহিলা পরিচালিত দুর্গাপুজো। শহরের আর বাকি পুজোগুলোর চেয়ে এই পুজো কি কোথাও আলাদা?
আলাদা নয় কেন?
না, বাকি পুজোর চেয়ে এই পুজো একদমই আলাদা নয়। সমাজ তাঁদের আলাদা করে রেখেছে। দিনের আলোয় যাঁরা নিষিদ্ধ, রাতেই অন্ধকারে তাঁরাই অন্ধকারের রানি। তবুও সমাজের চোখে তাঁরা ভিন্ন। তাঁদের পুজোতেও পুষ্পাঞ্জলি দেওয়া হয়, তাঁদের পুজোতেও ভোগ রান্না হয়, নবমীতে তাঁরাও স্পেশ্যাল ভোগের আয়োজন করেছেন, দশমীতে সিঁদুরখেলাও হবে এখানে। তাহলে আর বাকি দুর্গাপুজোর থেকে এঁদের (Durbar Mahila Samanya Committee Durga Puja) পুজো আলাদা কেন হবে?
‘‘সমাজ আমাদের আর পাঁচজনের মতো ভাবে না, সবাই দুর্গাপুজোতে আনন্দ করে, সবাই সিঁদুর খেলে, সেখানে আমরা যেতে পারি না তাই আমরা এই পুজো শুরু করেছিলাম। তবে আমাদের পুজোতে সবাই আসতে পারে, সিঁদুর খেলতে পারে, প্রসাদ খেতে পারে, পুষ্পাঞ্জলিও দিতে পারে।’’ এমনই জানালেন দুর্বার-এর প্রেসিডেন্ট বিশাখা লস্কর।
আরও পড়ুন-মহাষষ্ঠীতে বেলুড় মঠে শুরু পুজো ভিড় জমাচ্ছেন উচ্ছ্বসিত ভক্তরা