প্রতিবেদন : বৃষ্টিকে হার মানিয়েও প্রতিমা দেখতে শহর ও শহরতলিতে উপচে পড়া ভিড়। মহাষষ্ঠীর সন্ধ্যায় দক্ষিণ থেকে উত্তর এবং শহরতলির বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে হালকা বৃষ্টি (Durga Puja- Rainfall) হয়েছে কিন্তু এই বৃষ্টি হার মানাতে পারনি দর্শনার্থীদের। পুরসভার তৎপরতায় জল নেমেছে দ্রুত। পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণ করে দৃষ্টন্ত স্থাপন করেছে। বৃষ্টির পূর্বাভাস ছিল কিন্তু মানুষ তা জয় করেছে। পাশাপাশি আজ সপ্তমী থেকে শুরু হতে পারে প্রবল বৃষ্টি। শনিবার ষষ্ঠীর দিনই মনখারাপের বার্তা দিল হাওয়া অফিস। অতিমারি কাটিয়ে ছন্দে ফিরেছে জীবন। গত দু’বছর নিষেধাজ্ঞার বেড়াজালে কেটেছে পুজো। এবার তাই উৎসব নিয়ে একটু বেশিই মাতামাতি। এরই মধ্যে ঘূর্ণাবর্তের (Durga Puja- Rainfall) পূর্বাভাস। আমজনতার জমিয়ে ঠাকুর দেখার পথে বাধা হতে চলেছে বৃষ্টি। ঘূর্ণাবর্তের জেরে এবারের পুজো মাটি হওয়ার আশঙ্কা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২ অক্টোবর সপ্তমী থেকে ৫ অক্টোবর দশমী পর্যন্ত এর প্রভাব থাকবে। এর জেরে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। তবে বৃষ্টির প্রভাব বেশি থাকবে উপকূলের তিন জেলা দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। ঝাড়গ্রামেও ভারী বৃষ্টি হবে। অন্যান্য জেলাতেও হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সপ্তমী থেকে দশমী মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সপ্তমী থেকে দশমী মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। শহরের আকাশ বেশির ভাগ সময়ই মেঘলা থাকবে।