সংবাদদাতা, নন্দীগ্রাম: গোটা বাংলার চোখ এখন ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিকে। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই ওই বিধানসভা এলাকার তৃণমূল কর্মী-সমর্থকেরা কোমর বেঁধে নেমে পড়েছেন। করোনা বিধি মেনে শুরু করেছেন প্রচার। কিন্তু যেহেতু প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তাই এই লড়াইয়ে পরোক্ষে তাঁর পাশে গোটা বাংলা।
আরও পড়ুন :বঙ্গোপসাগরে নিম্নচাপ , সতর্ক দক্ষিণ ২৪ পরগনা
তাঁরা মনেপ্রাণে চান বাংলার মেয়ের জয়। নন্দীগ্রামের মানুষ একধাপ এগিয়ে তাঁর জয় কামনায় পুজোও দিলেন। যখন ভবানীপুর উপনির্বাচনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিচ্ছেন, সেই সময় নন্দীগ্রামে তৃণমূল কর্মী-সমর্থকরা দলনেত্রীর রেকর্ড মার্জিনে জয়ের কামনায় শিবমন্দিরে পুজো দিলেন। নন্দীগ্রাম ২ ব্লকের রেয়াপাড়া শিবমন্দির বেশ বিখ্যাত। সেই মন্দিরে শুক্রবার ব্লক তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীরা নিষ্ঠার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দেন। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব বাগ এদিন ফলমূল ও ফুল-সহ অন্যান্য পূজা উপকরণ নিয়ে রেয়াপাড়া মন্দিরে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে গিয়ে ভক্তিভরে পুজো দেন। মন্দির থেকে বেরিয়ে মহাদেব জানান, ‘ইতিমধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মন জয় করে নিয়েছেন। এবার ভবানীপুরের বাসিন্দাদের আশীর্বাদে রেকর্ড ভোটে জিতবেন। বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হবে। আমরা দিদির সৈনিক হিসেবে এদিন শিবমন্দিরে পুজো দিলাম।’