প্রতিবেদন : কলকাতার মানুষ ও পর্যটকদের জন্য বড়সড় উপহার। বহু বছরের পুরনো একটি ‘প্যাডেল স্টিমার’ সংস্কার করে তাতে গঙ্গাবক্ষে ভ্রমণের ব্যবস্থা করেছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। শুক্রবার পঞ্চমীর সন্ধ্যা থেকেই শুরু হল এই পরিষেবা। স্কটল্যান্ডের ডেনি অ্যান্ড ব্রাদার্স সংস্থার তৈরি ১৯৪৫ সালের এই স্টিমারটি বহু বছর ধরে খিদিরপুর ডকে অচল অবস্থায় পড়ে ছিল।
আরও পড়ুন-ঢাকাগামী বাস থেকে মিলল বাংলাদেশি টাকা
শুধু পোর্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই স্টিমারে প্রশিক্ষণ নিতে আসতেন। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে বন্দর কর্তৃপক্ষ এই বোটটি সংস্কার করে পুনরায় সচল করে তুলেছে। খরচ হয়েছে প্রায় সাত কোটি টাকা। বর্তমানে এটিই দেশের এধরনের একমাত্র সচল জলযান বলে জানিয়েছেন কলকাতা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বিনীত কুমার। তিনি জানান, এখন থেকে এই প্যাডেল বোটের মাধ্যমে পর্যটকদের কলকাতা বন্দরের হেরিটেজ ট্যুরে কলকাতার বিভিন্ন ঐতিহাসিক জায়গা ঘুরিয়ে দেখানো হবে। এবার দুর্গােৎসবকে ঘিরে পর্যটন ব্যবসার প্রভূত উন্নতি হয়েছে। শুধু বাংলার নয়, অন্য রাজ্য থেকেও এমনকী বিদেশ থেকেও বহু পর্যটক এসেছেন।