লিসবন, ৬ অক্টোবর : কাতার বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ। সাফ জানিয়ে দিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার নামী সাংবাদিক সেবাস্তিয়ান ভিগনোলোকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘‘আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কাতারেই শেষ বিশ্বকাপ খেলবো।’’ তিনি আরও যোগ করেন, ‘‘কবে বিশ্বকাপ শুরু হবে তার দিন গুনছি। এটাই আমার জীবনের শেষ বিশ্বকাপ। তাই আমি একটু উত্তেজিত। একদিকে মাঠে নামার জন্য ছটফট করছি। অন্যদিকে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছি।’’
আরও পড়ুন-ঝুলন-মিতালিকে সম্মান রেলের
এদিকে, বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বেনফিকার বিরুদ্ধে ১-১ ড্র করেছে পিএসজি। ২২ মিনিটেই লিওনেল মেসির অসাধারণ গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। দুই সতীর্থ কিলিয়ান এমবাপে ও নেইমারের সঙ্গে দ্রুত ওয়ান-টু খেলে বেনফিকার বক্সে পৌঁছে যান মেসি। এরপর বাঁ পায়ের দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে দেন। এই গোল করার সঙ্গে সঙ্গে এক নতুন রেকর্ডের মালিক হয়েছেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ৪০টি আলাদা আলাদা দলের বিরুদ্ধে গোল করলেন তিনি।
আরও পড়ুন-অস্ট্রেলিয়া উড়ে গেলেন রোহিতরা
কিন্তু এর পরেও ম্যাচ জিততে পারেনি পিএসজি। ৪১ মিনিটে বিপক্ষের আক্রমণ রুখতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন পিএসজির দানিলো। ৮১ মিনিটে ফর্মে থাকা মেসিকে তুলে নিয়ে তোপের মুখে পড়েছেন পিএসজি কোচ ক্রিস্তভ গালতিয়ের। ম্যাচের পর তাঁর সাফাই, ‘‘লিও নিজেই উঠে যেতে চেয়ে আমাকে ইশারা করেছিল। ও ক্লান্ত হয়ে পড়েছিল।’’