নয়াদিল্লি : কেন্দ্রের মোদি-শাহ সরকারই সংসদের বর্ষাকালীন অধিবেশন ব্যাহত করেছে। এই অভিযোগ তুলে শনিবার সরকারের কাছে সাতটি প্রশ্নের জবাব চেয়েছেন রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা ডেরেক ’ও ব্রায়ান। ট্যুইট বার্তায় তিনি বলেছেন, সরকার এখন কঠিন প্রশ্ন থেকে পালাচ্ছে। এক মাস হয়ে গেল, একটি প্রশ্নেরও জবাব দেয়নি। এই সরকার কীভাবে সংসদীয় গণতন্ত্রকে হত্যা করছে তা সামনে আনার জন্য কেন তদন্ত কমিটি হবে না? তৃণমূল সাংসদের ৭টি প্রশ্ন—
আরও পড়ুন : ৩ বহিষ্কৃতকে ফেরাতে বাধ্য হল বিশ্বভারতী
১) সংবিধানের ১২৭তম সংশোধনী বিল পাশের সময় কেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত ছিলেন না ?
২) গড়ে প্রতিটি বিলের ওপর আলোচনার জন্য মাত্র দশ মিনিট সময় দিয়ে ৩৮টা বিল পাশ করানো হল কেন?
৩) বর্ষাকালীন অধিবেশনে লোকসভায় ১০টি বিলের মধ্যে কেন মাত্র ১টি বিল সংসদীয় কমিটির কাছে বিবেচনার জন্য পাঠানো হল?
৪) কেন সংসদে পাশ করানো প্রতি ১০টি বিলের মধ্যে চারটি অর্ডিন্যান্স?
৫) কেন রাজ্যসভায় গত ৫ বছরে প্রধানমন্ত্রী একটিও প্রশ্নের জবাব দেননি?
৬) অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে সরকার আলোচনার অনুমতি দিল না কেন?
৭) চলতি লোকসভার মেয়াদ দু’বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও ডেপুটি স্পিকার মনোনীত করা হয়নি কেন?