প্রতিবেদন : ফের বন্দুকবাজের (Mexico shooting) হানা দক্ষিণ মেক্সিকো শহরে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, মেক্সিকো শহরে এক বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে এখনও পর্যন্ত শহরের মেয়র-সহ ১৮ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন প্রায় ১২ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। সংবাদ সংস্থা সূত্রের খবর, বুধবার মেক্সিকো (Mexico shooting) সিটি হলে একটি অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র-সহ বহু মানুষ। অনুষ্ঠান চলাকালীন আচমকাই শুরু হয় গুলিবর্ষণ। তাতেই মেয়র-সহ মোট ১৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আছেন মেয়রের বাবা ও শহরের প্রাক্তন মেয়রও।
আরও পড়ুন-থাইল্যান্ডের ক্রেশে বন্দুক হামলায় ২৩ শিশু-সহ নিহত ৩৪
প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি হলে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৮ জনের মৃত্যু হয়। গুলিতে জখম হয়েছেন অনেকেই। হলের মধ্যে গুলি চলার ঘটনায় দর্শকরা প্রবল আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। এর ফলে অনেকেই পদপিষ্ট হয়ে জখম হয়েছেন। ওই ব্যক্তি কী কারণে গুলি চালাল তা জানতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে আততায়ী গ্রেফতার হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।