প্রতিবেদন : ২০০১ সালের ১১ সেপ্টেম্বর। প্রতি বছর এই দিনটা এলেই গোটা বিশ্বের সামনে সন্ত্রাসবাদের এক ভয়ঙ্কর ছবি ফুটে ওঠে। নিউইয়র্কের সেই টুইন টাওয়ার হামলা শনিবার ২০ বছরে পা দিয়েছে। শোকে-শ্রদ্ধায় জঙ্গি হানায় নিহতদের স্মরণ করল মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ।
মার্কিনবাসীর মতোই দুই দশক পরেও সারা বিশ্বের কাছেই এক কালো দিন হয়ে রয়েছে কুখ্যাত ৯/১১। জঙ্গি গোষ্ঠী আল-কায়দার আত্মঘাতী বিমান হামলায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল সুউচ্চ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনের প্রাচীর। প্রাণ হারিয়েছিলেন প্রায় তিন হাজার মানুষ। আহত হয়েছিলেন ছয় হাজারের বেশি। এদিন নিহতদের স্মরণ করেন প্রেসিডেন্ট বাইডেন সহ সারা আমেরিকার মানুষ।
আরও পড়ুন ট্যুইটে তোপ, কেন্দ্রকে ডেরেকের ৭টি প্রশ্ন
এই হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে একাধিক স্মৃতির মিনার নির্মাণ করা হয়েছে যুক্তরাষ্ট্রে। এর মধ্যে অন্যতম নিউইয়র্কের ন্যাশনাল সেপ্টেম্বর ১১ মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম। এছাড়া, রয়েছে পেনসিলভানিয়ার ফ্লাইট ৯৩ ন্যাশনাল মেমোরিয়াল ও ভার্জিনিয়ার পেন্টাগন মেমোরিয়াল। প্রতিবছরই এই স্মৃতির মিনারগুলোয় দিনটি স্মরণ করা হয়।
আরও পড়ুন : মমতার সমকক্ষ কেউ নেই: সুব্রত
হামলার ২০তম বার্ষিকীতে একটি ভিডিও বার্তায় নিহতদের শ্রদ্ধা জানিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ‘‘কত সময় পার হয়েছে সেটা বিষয় নয়। নিহতদের স্মৃতির উদ্দেশে আয়োজিত সমস্ত অনুষ্ঠান আমাদের মনে করিয়ে দেয়, যেন কয়েক সেকেন্ড আগেই এগুলো ঘটেছে। বিশ্বে সন্ত্রাস রুখতে বদ্ধপরিকর আমেরিকা।”