প্রতিবেদন : আবহাওয়া দফতর আগেই সর্তকতা জারি করেছিল। সেই সর্তকতা মিলিয়ে দিয়ে শনিবার সকাল থেকেই দিল্লিতে শুরু হয় প্রবল বৃষ্টি। রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে এদিন দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর জলমগ্ন হয়ে পড়ে। বাধ্য হয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ কমলা সর্তকতা জারি করে। স্পাইসজেট, ইন্ডিগোর মতো বিমান সংস্থা ট্যুইট করে যাত্রীদের জানিয়েছে, বৃষ্টির কারণে বিমানের নির্দিষ্ট সময়সূচির পরিবর্তন হতে পারে।
আরও পড়ুন :গুজরাত মুখ্যমন্ত্রীকে তাড়িয়ে দিল বিজেপি
শুক্রবার রাতেই আবহাওয়া দফতর জানিয়েছিল, দিল্লিতে বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। একইসঙ্গে বয়ে যাবে ঝোড়ো হাওয়া। শুধু দিল্লি নয়, দিল্লি সংলগ্ন বাহাদুরগড়, গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদ, নয়ডা, গ্রেটার নয়ডাতেও প্রবল বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের সেই সর্তকতামতোই শনিবার সকাল থেকেই দিল্লি ও সংলগ্ন এলাকায় শুরু হয় প্রবল বৃষ্টি। শনিবার আবহাওয়া দফতর জানিয়েছে, ১১ বছরের মধ্যে এদিন রেকর্ড বৃষ্টি হয়েছে দিল্লিতে। দিল্লির মৌসম ভবন এদিন আরও জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। ওই নিম্নচাপটি আরও জলীয় বাষ্প সংগ্রহ করে গভীর নিম্নচাপের চেহারা নিয়ে বাংলা-ওড়িশা উপকূলের দিকে এগিয়ে যাবে। নিম্নচাপের জেরে রবিবার থেকে পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।