নয়াদিল্লি : আইপিএলে ফিট। অথচ দেশের হয়ে খেলার সময়ই চোট পাচ্ছেন একের পর এক ভারতীয় ক্রিকেটার! বিশেষ করে, জসপ্রীত বুমরা পিঠের চোটে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর এ নিয়ে বিতর্ক তুঙ্গে। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন কপিল দেব (Kapil Dev)। ’৮৩ বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক সরাসরি নাম না করে বুমরাদের পরামর্শ দিয়েছেন, যদি শরীরের উপরে অতিরিক্ত চাপ পড়ে, তাহলে আইপিএলে খেলো না।
আরও পড়ুন-কাল মোহনবাগানের সামনে চেন্নাইয়িন এফসি, গোলের চাপ নেবেন দিমিত্রিই
কপিলের (Kapil Dev) সোজাসাপ্টা বক্তব্য, ‘‘আমি টিভির পর্দায় ক্রিকেটারদের প্রায়ই বলতে দেখি আইপিএলে খেলার সময় প্রচণ্ড চাপে থাকি। শরীরের উপরে অতিরিক্ত ধকল পড়ে। আমি শুধু একটাই কথা বলব, যদি চাপ মনে হয় তাহলে আইপিএল খেলো না।’’ প্রাক্তন ভারত অধিনায়কের সাফ কথা, যদি ক্রিকেটের উপরে ভালবাসা থাকে, তাহলে কোনও খেলোয়াড়ের মনেই হবে না যে শরীরের উপরে বাড়তি চাপ পড়ছে। কপিল বলেন, ‘‘যদি কোনও ক্রিকেটারের আবেগ থাকে, তাহলে কেন চাপ বলে মনে হবে? আমি সত্যিই বুঝি না কেন এত হতাশা! আমি নিজে কৃষক পরিবার থেকে উঠে এসেছি। ক্রিকেট খেলত ভাল লাগত বলে খেলতাম। কোনও দিন কোনও ধরনের চাপ অনুভব করিনি। যদি কেউ খেলতে ভালবাসে, তাহলে কেন তার চাপ বলে মনে হবে?’’