ছটপুজোয় প্রশাসনের জোরদার নজরদারি

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : প্রশাসনের নির্দেশ না মেনে প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে মালনদীতে ঘটেছে দুর্ঘটনা। হড়পাবানে মৃত্যু হয়েছে আটজনের। র্নিবিঘ্নে ছটপুজো (Chhath Puja- Jalpaiguri) সম্পন্ন করতে এবার প্রশাসন নিয়েছে কড়া ব্যবস্থা। শনিবার সন্ধ্যায় ছট পূজা নিয়ে একটি বৈঠক করে মেটেলি ব্লক প্রশাসন। ছটপুজো মূলত নদীর মধ্যেই করা হয়। মালনদীর মত ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য আগে ভাগেই তৎপরতা শুরু করল মেটেলি ব্লক প্রশাসন ও পুলিশ। মেটেলি ব্লকের সবচেয়ে বড় ছট ঘাট চালসার কুর্তি নদীর ঘাট। এছাড়াও কুর্তি নদীর মেটেলি শ্মশানকালীবাড়ি এলাকায়ও ছট পুজো হয়। কুর্তি নদীও পাহাড়ি নদী। এই নদীতেও মাঝেমধ্যেই হড়পা বানের জল আসে। তাই ছট পুজোয় (Chhath Puja- Jalpaiguri) যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য শনিবার মেটেলি বিডিও অফিসের কনফারেন্স হলে মেটেলি ব্লকের বিভিন্ন ছট পুজো কমিটিগুলোকে নিয়ে বৈঠক করা হয়। এই পরিস্থিতিতে কীভাবে নদীর মধ্যে ছট পুজো করা হবে সে বিষয়েই এদিন বিস্তারিত ভাবে আলোচনা করা হয়। মেটেলি ব্লক প্রশাসনের পক্ষ থেকে পুজো কমিটি গুলোর কাছ থেকে প্রস্তাব চাওয়া হয় যাতে সঠিক সুষ্ঠুভাবে ছট করা যায়। এ ছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন নদীগুলির ওপর নজরদারি বাড়নোর নির্দেশ দিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও বিপ্লব বিশ্বাস, মেটেলি থানার আই সি নিলাম সঞ্জীব কুজুর, সমাজসেবী জোসেফ মুন্ডা, স্বপ্না ওঁরাও।

আরও পড়ুন-ঋণের বোঝা, যোগীরাজ্যে আত্মঘাতী হলেন কৃষক

Latest article