সংবাদদাতা, মথুরাপুর: দুর্গা পুজো নয়। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার মথুরাপুর এক ও দু নম্বর ব্লকের মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে কোজাগরী লক্ষ্মীপুজোর (Kojagori Lakshmi Puja) জন্য। গ্রামের মানুষেরা মেতে ওঠে কোজাগরী লক্ষ্মীপুজো ঘিরে। মূলত মৎস্যজীবী ও কৃষিজীবী মানুষদের কাছে লক্ষ্মীপুজোই হল প্রধান উৎসব। এই ব্লকের সদিয়াল, কৃষ্ণচন্দ্রপুর, নালুয়া, রায়দিঘিতে একাধিক বারোয়ারি লক্ষ্মীপুজোর (Kojagori Lakshmi Puja) আয়োজন করা হয়েছে। এই পুজোগুলিতেও লেগেছে থিমের ছোঁয়া। সদিয়াল ভাইভাই সঙ্ঘ, জনকল্যাণ সমিতির পুজো নজরকাড়া। এখানকার মণ্ডপ তৈরি হয়েছে বাহুবলী সিনেমার সেটের আদলে। প্রতিমা তৈরি করা হয়েছে হরেকরকম বাদাম দিয়ে। এই পুজোর উদ্বোধন করেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষ। খোঁজখিদিরের যুবক সঙ্ঘের ৫২ লক্ষ্মী ও খোঁজখিদির মৈত্রী সঙ্ঘের বেতের লক্ষ্মী ঘিরে দর্শকদের ভিড় বাড়ছে। নজর কাড়ছে রায়দিঘির গোড়াগাছার খড়ের তৈরি মণ্ডপ। নালুয়া গ্রামেও বেশ কয়েকটি থিমের পুজো হচ্ছে। পুজোর দিনগুলিতে প্রচুর দর্শক ভিড় জমাবে মণ্ডপগুলিতে। পুজোতে থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। সদিয়াল জনকল্যাণ সমিতির সম্পাদক তথা সুন্দরবন সাংগঠনিক জেলার যুব তৃণমবস সভাপতি বাপী হালদার জানালেন, ‘মথুরাপুর এলাকায় লক্ষ্মীপুজো আজ জেলার মধ্যে সেরা। এখানে একাধিক থিমের পুজো হয়। পুজোর দিনগুলিতে সমাজ সচেতনতামূলক নানান অনুষ্ঠান করা হয়। থাকে বস্ত্র বিতরণও।