প্রতিবেদন : সরকারি কাজ থেকে হাইকোর্ট, স্কুল থেকে আইআইটি, সব জায়গায় ইংরেজির পরিবর্তে হিন্দি ভাষা (Hindi Language- BJP) চালু করতে চায় বিজেপি। ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংসদীয় কমিটি এর সুপারিশও করেছে। যা নিয়ে বাংলা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের নানা মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজেপি হিন্দিকে রাষ্ট্রভাষা করতে বিভিন্নভাবে চেষ্টা করেছে বিভিন্ন সময়। কিন্তু রাজ্যগুলির বিরোধিতায় সবই রসাতলে গিয়েছে। এবার তাই ঘুরপথে চেষ্টা। কেন্দ্রীয় সরকার হিন্দি (Hindi Language- BJP) ব্যবহার করবে। রাজ্যগুলি আঞ্চলিক ভাষা বা ইংরেজি ব্যবহার করলে সেই চিঠি অবহেলায় পড়ে থাকবে। ফলে রাজ্যগুলিকে ঘুরিয়ে চাপ দেওয়া হয় হিন্দি ব্যবহার করো নইলে অসুবিধা রাজ্যেরই। অর্থাৎ ঘুরিয়ে হিন্দি ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করার নবতম চক্রান্ত শুরু করেছে অমিত শাহর নেতৃত্বাধীন সংসদীয় কমিটি। বাংলার রাজনীতিক থেকে বুদ্ধিজীবী তীব্র প্রতিবাদ জানিয়েছেন।