প্রতিবেদন : ফের কাঁথি থানায় পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে বিরোধী দলনেতার ভাই সৌমেন্দু অধিকারী। গত শুক্রবার ১০ ঘণ্টারও বেশি জিজ্ঞাসাবাদ হয়েছিল। সেদিন প্রশ্ন ছিল পথবাতি কেলেঙ্কারি নিয়ে। সোমবার জিজ্ঞাস্য ছিল কাঁথি পুরসভা থেকে সারদা কাণ্ডের ফাইল লোপাট। এদিনও সৌমেন্দুকে সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত জেরা করা হয়। বহু প্রশ্নের উত্তর সৌমেন্দু দিতে পারেননি বলে পুলিশ সূত্রে প্রকাশ। ১০ বছরে ওঁর আয়কর রিটার্ন এবং সারদাকর্তা সুদীপ্ত সেনের অভিযোগ নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
আরও পড়ুন-কার্নিভালের ৬৫ শিল্পীকে হাজার টাকা
২০২১ সালে কাঁথির ক্যানালপাড়ে এক মারপিটের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ফের সামনের শুক্রবার তলব করা হয়েছে। পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে ধর্মদাসবাড় মৌজায় বহুতলের জন্য ২০১১-র ২৯ মে সুদীপ্ত সেনের পক্ষে সারদা রিয়েলিটি ইন্ডিয়ার প্ল্যান বেআইনিভাবে অনুমোদন করেছিল পুরসভা। সেই সময় পুরপ্রধান ছিলেন সৌমেন্দু। ইতিমধ্যে রহস্যজনকভাবে সারদার ফাইল লোপাট হয়েছে। নথি উধাও কাণ্ডে অধিকারী-ঘনিষ্ঠ ইঞ্জিনিয়ার দিলীপ চৌহানকে ইতিমধ্যে গ্রেফতার করেছিল পুলিশ। গত ৩০ জুন ব্যাঙ্কশাল আদালতে যাওয়ার সময় সারদাকর্তা সুদীপ্ত সেন সংবাদমাধ্যমকে বলেন, বিরোধী দলনেতা ম্যানিপুলেশন করে অনেকভাবে অনেক টাকা নিয়েছেন। সুদীপ্ত সৌমেন্দুর নামও নেন।