বীরভূমের ইলামবাজারের একটি খুনের মামলায় সোমবার সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন অনুব্রত মণ্ডল। এদিন এই মামলার শুনানিতে আদালতে একদিন সময় চায় সিবিআই। কিন্তু আদালত তাঁদের সাতদিন সময় দেন। মামলার পরবর্তী শুনানি ১৮ অক্টোবর।
আরও পড়ুন-শিখরদের সামনে সিরিজ জয়ের হাতছানি
এই মামলায় এর আগে কলকাতা হাইকোর্ট অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলেই নির্দেশ দিয়েছিল সিবিআইকে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই।