প্রতিবেদন : মারণ ক্যানসার কেড়ে নিল শিশু অভিনেতা রাহুল কোলির প্রাণ। ভারত থেকে অস্কারের দৌড়ে থাকা ছবি ছেল্লো শো যার ইংরেজি নাম দ্যা লাস্ট ফিল্ম শো-তে শিশু অভিনেতার ভূমিকায় অভিনয় করেছিল রাহুল। এই ছবিতে ৬ জন শিশু অভিনেতার মধ্যে রাহুল একজন। রাহুলের অভিনয় যথেষ্টই মন কেড়েছিল বলে জানা গিয়েছে। রাহুলের বয়স হয়েছিল মাত্র ১০ বছর। ১৪ অক্টোবর মুক্তি পাচ্ছে ছবিটি। তবে ছবির মুক্তি আর দেখে যাওয়া হল না রাহুলের। ৯৫তম অস্কার অ্যাওয়ার্ডে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছে গুজরাতের ছবি ছেল্লো শো বা দ্য লাস্ট ফিল্ম শো।
আরও পড়ুন-মাকে মারধর করে নাবালিকা মেয়েকে গণধর্ষণ পাঁচ দুষ্কৃতীর
আমেদাবাদের এক ক্যানসার হাসপাতালে রাহুলের মৃত্যু হয়। তার বাবা রামু কোলি জানিয়েছেন, মৃত্যুর কয়েকদিন আগে ঘনঘন জ্বর আসছিল রাহুলের। বমির সঙ্গে রক্ত উঠতে থাকে। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হল না। ১৪ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। ওই দিনই রামু তাঁর পরিবারের সব সদস্যকে নিয়ে ছেলের ছবি দেখতে যাবেন বলেও জানিয়েছেন। দ্য লাস্ট ফিল্ম শো-ছবির নামকরণকে সত্যি করে দিয়ে না ফেরার দেশে চলে গেল রাহুল।