সংবাদদাতা, জলপাইগুড়ি : মহানন্দার ড্রেজিংয়ের পর পাথর, বালি কাজে লাগান হবে নির্মাণকাজে। এছাড়াও যদি কেউ বা কারা ওই পাথর বা বালি নিতে চায় তাহলে তাদের সেগুলি দিয়ে দেওয়া হবে। তাতে নদীর ড্রেজিংও হবে, খননকাজের জন্য আলাদা করে খরচও হবে না। পাশাপাশি ওই এলাকার বালি পাথরের ওপর সরকার রয়্যালটি ইস্যু করে রাজস্বও আদায় করতে পারবে। তবে এই সম্পূর্ণ কাজটি হবে পুরোপুরি মাইনিং-এর নিয়ম মেনে এবং জেলাশাসকের তত্ত্বাবধানে।
আরও পড়ুন-বিতর্কে বিশ্বভারতী গ্রন্থন বিভাগে পোস্টিং কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি
মহানন্দার পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে এমনটাই জানিয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বন দফতরের আইন মেনে পাথর এবং বালি-সহ রাফ বালি দেওয়া হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী। তবে সবটাই দেখভাল করবেন দার্জিলিংয়ের জেলাশাসক। এই বিষয়ে দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবালম জানান, তাঁরা মহানন্দা নদীর ওই মাইনিং বা ড্রেজিংয়ের সমস্ত পাথর এবং বালিগুলি বিভিন্ন সরকারি উন্নয়নমূলক কাজে লাগাবেন। এর জন্য তাঁরা পিডব্লুডি দফতরকে প্রথম সুযোগ দেবেন। তারা যদি তাদের দফতরের পক্ষ থেকে ড্রেজিং করে সমস্ত বালি, পাথরগুলি নিয়ে সরকারি নির্মাণকাজ বা রাস্তার কাজে ব্যবহার করে তাহলে তারা করতে পারে। বন দফতরের আইন অনুযায়ী তারা ওই পরিমাণ বালি এবং পাথরের জন্য যে রয়্যালটি ইস্যু করবে সেই হিসেবেই তাদের টাকা দিতে হবে। তাছাড়া অন্য কোনও দফতর বা কোনও সংস্থা ড্রেজিংয়ের কাজ করতে চাইলে তারাও করতে পারে। তাতে নদীর ড্রেজিং-এর কাজও হবে, রাজস্বও আসবে বলে জানান জেলাশাসক।