সংবাদদাতা, জলপাইগুড়ি : দুর্গাপুজোর বিসর্জনে ঘটেছে মর্মান্তিক ঘটনা। মাল নদীতে হড়পা বানে প্রাণ হারিয়েছেন ৮ জন। দুর্ঘটনার জেরে বাতিল করা হয় কার্নিভালও। এবার নেওয়া হয়েছে আরও একটি সিদ্ধান্ত।
আরও পড়ুন-মহানন্দার ড্রেজিংয়ের বালি দিয়ে হবে নির্মাণকাজ
বিজয়া সম্মেলনীর বদলে হল শ্রদ্ধাঞ্জলি সভা। মঙ্গলবার থেকে শুরু হল তৃণমূলের জনসংযোগের কাজ। অন্যান্য জেলায় বিজয়া সম্মেলনীর মাধ্যমে হলেও জলপাইগুড়ি জেলায় এই সভা বদলে শ্রদ্ধাঞ্জলি সভা করা হচ্ছে। হড়পা বানে মৃতদের শ্রদ্ধা জানাতেই এই সভা শ্রদ্ধাঞ্জলি সভা করা হয়েছে। ২২ অক্টোবর পর্যন্ত এই জনসংযোগ সভা হবে জেলার প্রত্যেকটি সাংগঠনিক ব্লকে। মঙ্গলবার বানারহাটের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় মৃতদের ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জলপাইগুড়ির তৃণমূল জেলা সভানেত্রী মহুয়া গোপ।
আরও পড়ুন-বিতর্কে বিশ্বভারতী গ্রন্থন বিভাগে পোস্টিং কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি
উপস্থিত ছিলেন মন্ত্রী বুলুচিক বরাইক, তৃণমূলের বানারহাট ব্লক সভাপতি সাগর গুরুং, কিসান খেত মজদুর শাখার বানারহাট ব্লক সভাপতি রাজু গুরুং, আইএনটিটিইউসির জলপাইগুড়ি জেলা সভাপতি রাজেশ লাকড়া, তৃণমূল মহিলা সভানেত্রী নুরজাহান বেগম।