প্রতিবেদন : মঙ্গলবার নতুন মহিলা রাজ্য কমিটির তালিকা প্রকাশ করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একইসঙ্গে এদিন তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে দলের মহিলা সংগঠনকে আরও বেশি মজবুত করতে ১ নভেম্বর থেকে জেলায় জেলায় সভা করা হবে। আগামী আড়াই মাস ধরে বিভিন্ন জায়গায় ‘মহিলা পঞ্চায়েতি সভা’ করবেন চন্দ্রিমা ভট্টাচার্য নিজে এবং দলের অন্যান্য পদাধিকারীরা।
আরও পড়ুন-সাবওয়ের দাবি জানিয়ে ট্রেন অবরোধ
তৃণমূল মহিলা রাজ্য কমিটির সভাপতি চন্দ্রিমা বলেন, আগামী সপ্তাহে রাজ্য কমিটি এবং জেলা সভানেত্রীদের নিয়ে আরও একটি সভা হবে। ৩৬টি সাংগঠনিক জেলায় পঞ্চায়েত নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আরও ভাল ফল করতে মহিলা পঞ্চায়েতি সভা করবে তৃণমূল। তাঁর কথায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার রাস্তা প্রশস্ত করছেন। তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠন অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। যত মহিলা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছেন ভারতবর্ষের কোনও রাজনৈতিক দলের সঙ্গে তত মহিলা সদস্য নেই। মহিলাদের স্বনির্ভর করতে, সামাজিকভাবে প্রতিষ্ঠা পেতে, রাজনৈতিকভাবে বলিষ্ঠ হওয়ার জন্য যেভাবে নেত্রী কাজ করে চলেছেন তা সংগঠনের সদস্যদের অনুপ্রাণিত করে। ইতিমধ্যেই জেলায় জেলায় সংগঠনকে শক্তিশালী করার কাজ শুরু হয়ে গিয়েছে। মহিলা সংগঠনের যাঁরা পদাধিকারী আছেন তাঁদের একটি তালিকা গত ১৮ এপ্রিল প্রকাশ করা হয়েছিল। কিন্তু সেই তালিকা কার্যকরী করা স্থগিত রাখা হয়েছিল কারণ, আরও কিছু সার্ভে দলের তরফ থেকে করা হয়। মঙ্গলবার অনুমোদিত চূড়ান্ত তালিকা তিনি প্রকাশ করেন।
সভাপতি : চন্দ্রিমা ভট্টাচার্য।
আরও পড়ুন-এভারেস্ট বেসক্যাম্পে অভিযান না করেই ফেরত
সিনিয়র সহ সভাপতি : মালা রায় ও
অর্পিতা ঘোষ।
সহ-সভাপতি : মালা সাহা, স্মিতা বক্সি, সাবিত্রী মিত্র, ইন্দ্রাণী ব্রহ্ম, দুলালী বিশ্বাস, সন্ধ্যা ভাদুড়ী, মালতী কর, কৃষ্ণা চক্রবর্তী, সাকিলা বেগম, আমিনা বেগম, কবিতা রহমান, শিখা মাইতি, মৌমিতা বসু চক্রবর্তী, আলপনা বন্দ্যোপাধ্যায়, আরতি খান।
সাধারণ সম্পাদক : নীলা মুন্সি, সুস্মিতা সেনগুপ্ত, অনন্যা বন্দ্যোপাধ্যায়, বন্দনা দাস, জুঁই বিশ্বাস, করবী মান্না, কৃষ্ণা চট্টোপাধ্যায়, মিতা দাস, পারমিতা চট্টোপাধ্যায়, রিক্তা কুণ্ডু, মিনু দাস চক্রবর্তী, মিঠু জোয়াদ্দার, সাগরিকা সেন, মালতী বাক্সলা, অসীমা ধীবর, নার্গিস বেগম, সাহিনা মমতাজ বেগম, হেমা চৌবে।
সম্পাদক : গোপা দে, রেজিনা খাতুন, রাণু মহাপাত্র, কাজরি বন্দ্যোপাধ্যায়, শঙ্করী দাস, সীমা চৌধুরি, ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায়, শর্মিলা সিনহা, পুষ্পা মজুমদার, চন্দনা মিত্র, পম্পা সরকার সিনহা, সোনালি সিংহরায়, কাজল রানি বর্মন, কল্পনা শীট, তন্দ্রা ঘোষ, চন্দনা মাঝি, নমিতা সিংহ মুড়া, মাধবী চট্টোপাধ্যায়, মৌসুমী দে।