ভুবনেশ্বর, ১২ অক্টোবর : প্রথমবার বিশ্বকাপ খেলার স্বপ্নপূরণ হয়েছে ভারতীয় মেয়েদের। কিন্তু স্বপ্নপূরণের ম্যাচে অনূর্ধ্ব ১৭ মহিলা বিশ্বকাপের প্রথম লড়াইয়ে শক্তিশালী আমেরিকার কাছে আট গোল হজম করে একরাশ লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে নীতু লিন্ডা, অনিতা কুমারীদের। যদিও ভারতীয় দলের সুইডিশ কোচ থমাস দেনারবি (Coach Thomas Dennerby) জানিয়েছেন, ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে ভাল খেলবে দল। শুক্রবার কলিঙ্গ স্টেডিয়ামে ‘এ’ গ্রুপে ভারতের পরের ম্যাচ মরক্কোর বিরুদ্ধে।
আরও পড়ুন-আইসিসিতে যাওয়ার সম্ভাবনাও কার্যত নেই, কী করবেন সৌরভ, বিকল্প নিয়ে জল্পনা
দেনারবি (Coach Thomas Dennerby) বলেছেন, ‘‘আমেরিকা বাকিদের থেকে অনেকে এগিয়ে। জীবনে প্রথমবার বিশ্বকাপের ম্যাচ খেলতে নেমে নার্ভাস হয়ে পড়েছিল মেয়েরা। চাপ নিতে পারেনি ওরা। একেই বিশ্বকাপের মঞ্চে প্রথম ম্যাচ। তার উপর দেশের মাঠে দর্শকদের সামনে আবেগ নিয়ন্ত্রণে রাখাটাই কঠিন। প্রতিপক্ষ আবার টুর্নামেন্টে সব থেকে শক্তিশালী। আমরা সেরা দলটার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেললাম। সত্যিই আমাদের জন্য খুব কঠিন লড়াই ছিল। মেয়েরা বল ঠিকঠাক পাস করতে পারেনি। শুরুর দিকের ভুলগুলোই গোটা ম্যাচে আমাদের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। ভাবিনি, এতগুলো গোল হজম করবে আমাদের ডিফেন্স।’’
তবে পরের মরক্কো এবং ব্রাজিল ম্যাচে ভাল ফুটবল উপহার দেওয়ার আশ্বাস দিয়েছেন ভারতীয় দলের কোচ। দেনারবির কথায়, ‘‘আমরা হার থেকে শিক্ষা নিয়ে দুর্বল জায়গা মেরামত করে পরের ম্যাচে ভাল খেলব।’’