এবার ছড়া কেটে বিরোধীদের কটাক্ষ করলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। ভবানীপুর উপনির্বাচন নিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের পাল্টা জবাব দিলেন বিধায়ক।
তৃণমূল কংগ্রেস সুপ্রিমোকে কটাক্ষ করে দিলীপ বলেছিলেন, নন্দীগ্রামের মতো ভবানীপুরেও হারতে পারেন মুখ্যমন্ত্রী। আজ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনায় হুগলির শ্রীরামপুরের মাহেশে পুজো দেওয়ার পর মদন মিত্র বলেন, ‘‘দিলীপ ঘোষ হয়তো কোনওদিন বলবেন, শহিদ মিনার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করাও সম্ভব। কিন্তু আমরা তা চাইব না। আসলে টিউব লাইটে ফিলিপ আর পাগলা গারদে দিলীপ। এরপরই ছড়া কেটে কামারহাটির বিধায়ক বলেন, ‘‘আসলে ভবানীপুর থেকে কামারহাটি, লক্ষ্য এ বার সবার দেশের মাটি। মমতার হাত ধরে সামনে হাঁটি, দিল্লি এ বার হবে বাংলার ঘাঁটি।’’
আরও পড়ুন-বিধাননগরে শুরু হল আপনার ব্লকে আপনার কো-অর্ডিনেটর, মানুষের অভাব-অভিযোগ শুনছেন কৃষ্ণা চক্রবর্তী
ভবানীপুর উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিশ্চিত। সেটা ভালোমতোই জানেন বিরোধী নেতারা। তাই বিজেপি প্রার্থীর প্রচারে দিল্লির বহিরাগতদের দেখা যাবে না। তাঁর কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পুজো দিলাম। মনটা শান্ত হল। এখন আকাশে হেলিকপ্টার বা প্লেন কিছুই দেখা যাচ্ছে না। এ বার বোধ হয়, বহিরাগত প্রচারকরা তালিকা থেকে নাম সরিয়ে নিয়েছেন।”