ব্যুরো রিপোর্ট : উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় বিজয়া সম্মিলনী হচ্ছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। ময়নাগুড়ি ২নং ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মিলনী হল। নামে বিজয়া সম্মিলনী হলেও এটি ছিল মূলত জনসংযোগ কর্মসূচি এবং বুথকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠান। শুরুতে মাল নদীতে হড়পা বানে মৃতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় ছবিতে ফুল দিয়ে, ১০১টি প্রদীপ জ্বালিয়ে৷ প্রবীণ তৃণমূল কর্মীদেরও সংবর্ধিত করেন রাজ্য এবং জেলা নেতারা। উত্তরীয় পরিয়ে মিষ্টিমুখ করানো হয়। বিজেপির প্রতিহিংসাপরায়ণ রাজনীতি এবং তাদের জনবিরোধী নীতির নিন্দা করা হয়, সেই সঙ্গে রাজ্যের প্রকল্পের সুবিধাগুলি সম্পর্কেও বলা হয়। এদিনের অনুষ্ঠানে সংবর্ধিত হন পাঁচ রিয়েল হিরো, যাঁরা মাল নদীতে ভেসে যাওয়া মানুষদের বাঁচিয়েছেন। সভায় ছিলেন বৈশ্বানর চট্টোপাধ্যায়, মহুয়া গোপ, খগেশ্বর রায়, শিবশঙ্কর দত্ত প্রমুখ।
আরও পড়ুন-নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট : উদ্ধব
আলিপুরদুয়ার জেলা জুড়ে ১৫ থেকে ২১ অক্টোবর প্রতিটি ব্লকে হবে বিজয়া সম্মিলনী। জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিক বড়াইকের নেতৃত্বে প্রস্তুতিসভা হয়। এই বিজয়া সম্মিলনীকে সামনে রেখে প্রতিটি বুথে, প্রতিটি মানুষের কাছে জনসংযোগের মধ্যে দিয়ে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা সভাপতির পক্ষ থেকে। মন্ত্রী মলয় ঘটক ও অর্পিতা ঘোষ থাকবেন বলে জানা গিয়েছে।