প্রতিবেদন : টেট (TET Case) নিয়ে আবার মামলা হাইকোর্টে। স্পষ্টতই বিরক্ত বিচারপতি। বৃহস্পতিবার মামলার আবেদনের শুনানিতে বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য মন্তব্য করেন, পর্ষদের পক্ষে তো খুব সমস্যা, তারা কোনও পদক্ষেপ করলেই মামলা হচ্ছে। ২৯ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের এক বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে এই মামলা করেছেন ডিএলডি ডিপ্লোমাধারী ১০ চাকরিপ্রার্থী। এদিকে এদিনই হাইকোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, ময়দানে গান্ধীমূর্তির পাদদেশে টেট চাকরিপ্রার্থীরা আর ধরনা দিতে পারবেন না। ১৬ সেপ্টেম্বর ৫ দিনের জন্য ধরনায় বসার অনুমতি দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা। ২১ সেপ্টেম্বর সেই মেয়াদ শেষ হয়েছে। ধরনা চালিয়ে যেতে এদিন আবার হাইকোর্টের দ্বারস্থ হন টেট (TET Case) চাকরিপ্রার্থীরা। কিন্তু বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য সেই আবেদন খারিজ করে দিয়ে জানিয়ে দেন, গান্ধীমূর্তির পাদদেশে ধরনা চলবে না। অন্যদিকে টেট দেওয়ার যোগ্যতা শিথিল করার সিদ্ধান্ত নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বৃহস্পতিবার পর্ষদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনগ্রসর জাতি এবং উপজাতির পরীক্ষার্থীরা স্নাতকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেলেই বসতে পারবেন পরীক্ষায়। উচ্চমাধ্যমিকে ৪৫ শতাংশ নম্বর পেলেও পরীক্ষায় বসার যোগ্য বলে বিবেচিত হবেন।
আরও পড়ুন-বাজি পোড়ানোতে একাধিক নিষেধাজ্ঞা