প্রতিবেদন : শুক্রবার সকালে বর্ষণ। তাতেই মেট্রোর টানেলে ঢুকল জল। ওই জলের তোড়ে দুর্গা পিতুরি লেন, মদন দত্ত লেনের বেশ কয়েকটি বাড়িতে বড় আকারের ফাটল ধরে। আতঙ্কে ১৪৩ জন বাসিন্দা এই মুহূর্তে ভিটেহীন। আতঙ্কিত বাসিন্দারা আপাতত ৫টি হোটেলে রয়েছেন। তবে বাসিন্দাদের অনেকেই পালা করে ঘর-গৃহস্থালির সরঞ্জাম রক্ষায় পাহারা দিচ্ছেন। মেট্রো কর্তৃপক্ষের বক্তব্য, কেমিক্যাল গ্রাউটিংয়ের কাজ করার সময় জল ঢুকে গিয়ে এই বিপত্তি হয়।
আরও পড়ুন-টেটের আবেদনপত্র নেওয়া শুরু পর্ষদের
মেট্রোয় গ্রাউটিংয়ের কাজ চলাকালীন মাটি ফুঁড়ে জল ঢুকতে থাকে। যে বক্স বা চৌবাচ্চা করা আছে সেখানেই জল ঢোকে। এর জেরেই একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক তাপস রায়, নয়না বন্দ্যোপাধ্যায় ও পুরপিতা বিশ্বরূপ দে ঘটনাস্থলে আসেন। প্রত্যেকেরই অভিযোগ, ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ নিয়ে বারে বারে বিপর্যয় ঘটেছে। শুক্রবার বেলডাঙায় তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, মেট্রোর গাফিলতিতেই এই ধরনের ঘটনা। কাজ চলাকালীন মেট্রোর ইঞ্জিনিয়াররা ও মাটি বিশেষজ্ঞরা বিষয়টি দেখছিলেন। এটা তাঁদের এক্তিয়ারের মধ্যেই পড়ে। আর আধুনিক প্রযুক্তিতে গঙ্গার নিচ দিয়েও টানেল তৈরি হচ্ছে। তাই এসব কেন ঘটবে!