ফের ফাটল-আতঙ্ক বউবাজারে (Bowbazar)। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জেরে শুক্রবার কাকভোরে মদন দত্ত লেন এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) এই বিপর্যয় নিয়ে শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ নবান্নে বৈঠক হয়। ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrisna Dwibedi), KMRCL কর্তৃপক্ষ। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী নির্দেশ দেন ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে।
কেন বারবার এই ফাটল দেখা যাচ্ছে? প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। এরপরেই তিনি বলেন, আলোচনা নয়, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে। সেই মতো বৈঠক থেকে সরাসারি বউবাজার (Bowbazar) যান মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, মেয়র। সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ছিলেন KMRCL-এর আধিকারিকরাও।
আরও পড়ুন: সুপার সাইক্লোনের আতঙ্ক প্রহর গুনছে এখন বঙ্গবাসী
ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জেরে মদন দত্ত লেন এলাকায় বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। এরপরই সেখানে পৌঁছে যান স্থানীয় সাংসদ, বিধায়ক, কাউন্সিলর। ঘটনাস্থলে পৌঁছে সবটা খতিয়ে দেখেন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম। এরপরই বাসিন্দাদের সুযোগ সুবিধার দিকে নজর দেওয়ার কথা বলেন তিনি। ঘটনাস্থলে পৌঁছে যান মেট্রো আধিকারিকরাও। যত দ্রুত সম্ভব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। এলাকায় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী মোতায়ন করা হয়েছে। সেসব বাড়িতে ফাটল ধরেছে সেই বাসিন্দাদের ক্রিক রো-সহ সংলগ্ন অঞ্চলে স্থানান্তরিত করা হয়েছে।