প্রতিবেদন : আইএসএলের মতো কলকাতা লিগেও জয় অধরা ইস্টবেঙ্গলের (East Bengal- Aryan)। প্রথম ম্যাচে খিদিরপুরের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর শনিবার এরিয়ানের কাছে ১-১ আটকে গেল লাল-হলুদ। এদিন আইএসএল স্কোয়াডের অঙ্কিত মুখোপাধ্যায়, অনিকেত যাদব, হাওকিপ, মোবাসির-সহ একঝাঁক ফুটবলারকে খেলালেও, তিন পয়েন্ট অধরাই রইল।
আরও পড়ুন-সিএবি নির্বাচনে লড়বেন সৌরভ
অথচ প্রথমার্ধেই গোল করে লাল-হলুদকে (East Bengal- Aryan) এগিয়ে দিয়েছিলেন জেসিন টিকে। কিন্তু বিরতির পর সেই গোল শোধ করে দেয় এরিয়ান। ৫০ মিনিটে নবি হোসেনের ভুল পাস থেকে বল পেয়ে যান অরিত্র। তাঁর কাছ থেকে বল পেয়ে জালে জড়িয়ে দেন অমরনাথ বাস্কে। এরপর আর কোনও গোল হয়নি। নৈহাটি স্টেডিয়ামে এদিন এলোমেলো ফুটবল খেলেছে ইস্টবেঙ্গল। বরং এরিয়ান বারবার লাল-হলুদ রক্ষণকে বিব্রত করে গিয়েছে।
ম্যাচ দেখতে এসেছিলেন স্টিফেন কনস্ট্যান্টাইন। আইএসএলের ফুটবলারদের কলকাতা লিগে খেলানো প্রসঙ্গে তাঁর যুক্তি, ফুটবলারদের বাড়তি গেম টাইম দিতে এবং ফিট রাখতেই এই সিদ্ধান্ত। পাশাপাশি স্টিফেন আরও জানান, দুই ব্রাজিলীয় ফুটবলার এলিয়ান্দ্রো ও লিমা ধীরে ধীরে ফিট হয়ে উঠছেন। তবে আইএসএলের পরের ম্যাচে (নর্থইস্ট) খেলবেন কি না তা এখনই বলা সম্ভব নয়। প্রসঙ্গত, আগামী বৃহস্পতিবার নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। তার পরের ম্যাচটাই ডার্বি। তবে ডার্বি নিয়ে এদিন কোনও মন্তব্য করতে চাননি স্টিফেন। তাঁর মন্তব্য, ‘‘ডার্বি নয়, আমি নর্থইস্ট ম্যাচ নিয়ে ভাবছি।’’
এদিকে, কলকাতা লিগের দায়িত্বে থাকা সহকারী কোচ বিনো জর্জ এখনই হাল ছাড়তে রাজি নন। দলের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে তাঁর মন্তব্য, ‘‘পাশাপাশি দুটো লিগ চলছে। তাই বোঝাপড়ায় কিছু সমস্যা তো হবেই। তবে আমরা এখনও লিগের লড়াই থেকে ছিটকে যাইনি। আশা করি, পরের ম্যাচ থেকেই দল ছন্দে ফিরবে।’’