প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের সমস্যা নিয়ে যাঁরা অমানবিকভাবে সমালোচনা করেন তাঁদের জন্য একটি ছবি শনিবার সকালে তাঁর ট্যুইটারে পোস্ট করেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেখানে দেখা যাচ্ছে আমেরিকার একটি হাসপাতালে বাঁ চোখটি অস্ত্রোপচারের পর এখন লাল টকটকে হয়ে আছে। চোখে অস্ত্রোপচারের ধকল স্পষ্ট। অসংখ্য মানুষ দিনভর এই ছবি দেখে শিউরে উঠেছেন। শনিবার অভিষেকের এই ছবি ভাইরাল হয়েছে। দলীয় নেতা-কর্মী-সমর্থকরা তো বটেই, অভিষেকের দ্রুত আরোগ্য কামনা করেছেন রাজ্যবাসী।
আরও পড়ুন-দিকে দিকে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে রেকর্ড ভিড়,মমতার পাশে জনতা
এর আগেও একাধিকবার চোখের অস্ত্রোপচার হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের। ৪৮ ঘণ্টা আগে আমেরিকার একটি হাসপাতালে তাঁর এই অস্ত্রোপচার হয়েছে। প্রায় ৭ ঘণ্টা ধরে চলে অস্ত্রোপচার। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-লজ্জা! বিশ্ব ক্ষুধা সূচকে মোদির ভারত ১০৭ নম্বরে
শনিবার সকালে ট্যুইটারে অভিষেকের ছবি দিয়ে তিনি লিখেছেন, যাঁরা অমানবিকভাবে অভিষেকের চোখের চিকিৎসা এবং অস্ত্রোপচার নিয়ে সমালোচনা করছিলেন, তাঁদের অভিষেকের চোখের অবস্থা দেখা উচিত। অভিষেকের এই চোখটি দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সম্প্রতি তাঁর অস্ত্রোপচার হয়েছে এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। ট্যুইটে কুণাল ঘোষ যে ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা যাচ্ছে, অভিষেকের বাঁ চোখ লাল টকটক করছে। ঠিক বাঁ চোখের নিচের দিকে রয়েছে অস্ত্রোপচারের দাগ। অস্ত্রোপচারের কারণে বাঁ চোখের একাংশ খানিকটা ফোলাও দেখা যাচ্ছে ছবিতে। এই ছবি প্রমাণ করে চোখে কতটা মারাত্মক আঘাত পেয়েছিলেন অভিষেক।
আরও পড়ুন-বউবাজারে মেয়র-মুখ্যসচিব, মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিপূরণ, প্রথম লক্ষ্য পুনর্বাসন
২০১৬ সালে এক দলীয় সভা থেকে ফেরার পথে এক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছিলেন অভিষেক। তখন থেকেই তাঁর বাঁ চোখের নিচে অরবিটের হাড়টি ভেঙে যায়। দীর্ঘদিন এই চোখ নিয়ে সমস্যায় ভুগেছেন তিনি।