প্রতিবেদন : রুশ সেনা প্রশিক্ষণ (Gunmen- Russian army base) শিবিরে হঠাৎই বন্দুকবাজের হামলা। এই হামলায় প্রাণ হারিয়েছেন ১১ জন। জখম হয়েছেন আরও ১৫ জন। এঁদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে রুশ সেনার পাল্টা গুলিতে প্রাণ গিয়েছে দুই হামলাকারীর। তবে সেনা ছাউনিতে এই হামলার ঘটনায় পুতিন বাহিনীতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
আরও পড়ুন-১৩ জনের প্রাণ নিল বন্দুকবাজ
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকও এই হামলার (Gunmen- Russian army base) কথা স্বীকার করে নিয়েছে। সূত্রের খবর, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রুশ বাহিনীতে স্বেচ্ছায় অংশ নিতে চেয়েছিলেন বেশ কয়েকজন যুবক। দক্ষিণ-পশ্চিমে ইউক্রেন সীমান্তের কাছে বেলগোরোডে সেনা ছাউনিতে তাঁদের আগ্নেয়াস্ত্র চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। সেখানেই অতর্কিতে হামলা চালায় কয়েকজন। মৃত্যু হয় ১১ জন রুশ সেনার। পালটা হামলাকারীদের লক্ষ্য করে গুলি চালানো হলে খতম হয় ২ হামলাকারী। তারা কোন দেশের নাগরিক তা এখনও জানা যায়নি। শনিবার এই ঘটনা ঘটে।
আরও পড়ুন-মার্কিন সংবাদপত্রে বিজ্ঞাপন: মোদির ভারতে ধ্বংস হয়েছে আইনের শাসন
রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, কী কারণে এই হামলা তা খতিয়ে দেখা হচ্ছে। এই দুই হামলাকারীর সঙ্গে কোনও সন্ত্রাসবাদী সংগঠনের যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর সীমান্ত লাগোয়া সব সেনা ছাউনির নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর এই প্রথম রাশিয়ার কোনও সেনা ছাউনিতে হামলা চালাল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ।