চাকরি (Job) দেওয়া তো দূর অস্ত, চাকরিপ্রার্থীদের (job seeker) পরীক্ষার জন্য সামান্য ব্যবস্থাপনাও করে উঠতে পারেনি উত্তরপ্রদেশের বিজেপি সরকার (BJP)৷ শনি ও রবিবার ইউপিএসএসএসসি–র গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষা ছিল৷ পরীক্ষার্থীদের যাতায়াতের বন্দোবস্ত করে উঠতে না পারায় দু’দিন ধরে চরম ভোগান্তির শিকার হলেন প্রায় ৩৮ লক্ষ পরীক্ষার্থী৷
আরও পড়ুন-রাষ্ট্রসংঘের নিন্দা
লখনউ, কানপুর, প্রয়াগরাজ, মোরাদাবাদের মতো একাধিক রেলস্টেশন ও বাস টার্মিনাসে তিল ধারণের জায়গা ছিল না৷ বহু পরীক্ষার্থীই বাস বা ট্রেনে ওঠার সময় পড়ে গিয়ে জখম হয়েছেন৷ রাজ্যের বিরোধী দলনেতা অখিলেশ যাদবের তোপ, বেকার যুবকদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলেছে বিজেপি সরকার৷ তারা চায়নি, চাকরিপ্রার্থীরা পরীক্ষায় বসুক৷