সংবাদদাতা, জঙ্গিপুর : গঙ্গার ভাঙন থেকে রক্ষা পেল না দেবালয়ও। গত কয়েকদিন মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার প্রতাপগঞ্জ ও মহেশটোলা গ্রামে ভয়াবহ ভাঙন চলছে। রবিবার রাত প্রায় দেড়টা নাগাদ তাতেই একটি শ্মশানকালীর মন্দির ও বামদেবের মন্দির তলিয়ে গিয়েছে।
গত দু’বছর সামশেরগঞ্জের প্রতাপগঞ্জ, মহেশটোলা, নতুন শিবপুর প্রভৃতি এলাকায় ভাঙন চলছে। ইতিমধ্যেই গৃহহীন প্রায় ৯০০টি পরিবার। তবে গত এক মাস ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে প্রতাপগঞ্জ এবং মহেশটোলায়। গত তিনদিন প্রায় ১৫টি বাড়ি নদীগর্ভে। ৪০টি ঝুলে। সোমবার সকালে ক্ষতিগ্রস্ত বেশ কিছু পরিবার ধূলিয়ান যাওয়ার রাজ্য সড়কটি ঘণ্টাখানেক অবরোধ করেন।
আরও পড়ুন-হুগলি নদীতে চলেছে তল্লাশি, মেলেনি দেহ
বোগদাদনগর গ্রাম পঞ্চায়েত প্রধান ভিগুরাম সরকার বলেন, ‘‘গত তিন বছরে গঙ্গা পুরনো পথ ছেড়ে জনপদের দিকে প্রায় দু’কিলোমিটার এগিয়ে এসেছে। গত বছরই সমস্ত চাষের জমি নদীগর্ভে গিয়েছে। বসতবাড়ি ও অন্য প্রতিষ্ঠানও যাচ্ছে। ৭১টি পরিবারকে প্রতাপগঞ্জ প্রাথমিক বিদ্যালয় রাখা হয়েছে।’’
বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা বলেন, ‘‘বালির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা হচ্ছে। কিন্তু আটকানো যাচ্ছে না। গতকাল বলার পর ব্যারেজ কর্তৃপক্ষ, বাঁদিকের গেট খুলে ডানদিকের গুলোকে বন্ধ করেছে। ফলে আজ থেকে ভাঙন কিছুটা হলেও কমেছে।’’