ব্রিসবেন, ১৭ অক্টোবর : দীর্ঘদিন পর ২২ গজে ফিরেই নায়ক মহম্মদ শামি (Cricketer Mohammed Shami)। নিছকই ওয়ার্ম-আপ ম্যাচ। তবুও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ওভারে শামি যেভাবে বল হাতে আগুন ঝরালেন, তা চমকে দেওয়ার মতোই। অথচ অস্ট্রেলীয় ইনিংসের ১৯তম ওভার পর্যন্ত ডাগআউটে বসে ছিলেন শামি। সেই সময় তাঁকে পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদির সঙ্গে আড্ডা দিতেও দেখা গিয়েছে। আফ্রিদিকে বলের সিম নিয়ে বেশ কিছু পরামর্শ দেন। শামিকে শাহিন বলেন, ‘‘আমি আপনার সিম পজিশন ও আপরাইট রিস্টের ভক্ত। আপনাকেই অনুকরণ করার চেষ্টা করি।’’ যদিও সবাইকে চমকে দিয়ে শেষ ওভারে সুপার সাব হিসেবে শামিকে মাঠে নামানো হয়। রোহিত শর্মাও বল তুলে দেন অভিজ্ঞ পেসারের হাতে। জেতার জন্য অস্ট্রেলিয়াকে করতে হত ১১ রান। কিন্তু শামির ওই ওভারে পড়ল চার-চারটি উইকেট। যার মধ্যে একটি রানআউট। বাকি তিনটে শামির শিকার।
আরও পড়ুন-ডার্বিতে মোহনবাগান তৈরি হয়েই নামবে, আশ্বাস কোচ জুয়ানের
গত বছরের টি-২০ বিশ্বকাপই ছিল দেশের জার্সিতে শামির (Cricketer Mohammed Shami) শেষ টি-২০ টুর্নামেন্ট। তারপর থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে জাতীয় দলে ব্রাত্য ছিলেন। তবে জসপ্রীত বুমরার অপ্রত্যাশিত চোট শামিকে সুযোগ করে দিয়েছে আরও একটা টি-২০ বিশ্বকাপ খেলার। মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন। যদিও যাবতীয় বাধা-বিপত্তি অতিক্রম করে ফের জাতীয় দলে শামি। এদিন ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ শুরুর আগেই ট্যুইট করে নিজের অনুভূতির কথা জানিয়েছেন ডানহাতি পেস বোলার। শামি ট্যুইট করেন, ‘‘কঠিন পরিশ্রম, দায়বদ্ধতা ও একাগ্রতা আবার আমাকে দলে সুযোগ করে দিয়েছে। পরিশ্রমের পুরস্কার পেয়েছি। দল ফেরার ও সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করার থেকে ভাল অনুভূতি আর কিছুই হয় না। বিশ্বকাপের জন্য মুখিয়ে রয়েছি।’’